ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচদিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র রাব্বি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ২৪, ২০২৪
পাঁচদিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র রাব্বি  রাব্বি ফকির

রাজবাড়ী: রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদরাসাছাত্র।  

নিখোঁজ রাব্বি জেলা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে।

সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

শুক্রবার (২৪ মে) বিকেলে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।

ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও রাব্বির কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে মিষ্টি কালারের একটি গোল গলা গেঞ্জি ও পরনে নেভী ব্লু  রঙের একটি পুরাতন জিন্স প্যান্ট ছিল। কোনো সহৃদয়বান ব্যক্তি রাব্বিকে পেয়ে থাকলে ০১৩১৭১৫৬০৯২ অথবা ০১৭২১০৮৯৮২৫ -এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাই।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, মাদরাসাছাত্র রাব্বি নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।