ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুন ২১, ২০২৪
হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুরে টিকাটুলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে কৌশিক রায় নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কৌশিক সাংবাদিকদের জানান, হানিফ ফ্লাইওভারের ওপর ওই ব্যক্তি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির নাম শোনা যাচ্ছে বিজেন্দ্র নাথ লাল। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।