ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বর্ণালংকার লুট করে গৃহকর্তার গাড়ি নিয়ে পালাল ডাকাতদল

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
স্বর্ণালংকার লুট করে গৃহকর্তার গাড়ি নিয়ে পালাল ডাকাতদল

সাভার (ঢাকা): ঢাকার সাভারের মজিদপুর এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

যাওয়ার সময় ওই বাড়ির মালিকের ব্যবহৃত একটি প্রাইভেটকারে পালিয়ে যায় তারা।

সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান ওই বাড়ির মালিক ভুক্তভোগী রফিকুল ইসলাম।  

এর আগে রাত আড়াইটার দিকে সাভারের মজিদপুর এলাকার জমিদার বাড়ি সংলগ্ন রফিকুল ইসলামের ডুপ্লেক্স বাড়ির গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। রাত আড়াইটা থেকে প্রায় ৪টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে ডাকাতরা।


ভুক্তভোগী বাড়ির মালিক রফিকুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, গতকাল রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে পাঁচ থেকে ছয়জন ডাকাত সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চোখ, হাত ত পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে বাড়িতে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। বাড়িতে নগদ কোন টাকা না পেয়ে গ্যারেজে থাকা ব্যক্তিগত ব্যবহৃত এক্স করোলা ( ঢাকা মেট্রো গ-২৭১৮৭০ ) গাড়িটি নিয়ে যায়। সর্বমোট প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।  

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা মুখে গামছা বেঁধে ছিল। তাদের কাছে দুটি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র ছিল। বাইরে কতজন ছিল আমার জানা নেই। তবে ৫-৬ জন আমাদের ঘরে বাড়ির ভেতর প্রবেশ করেছিল।

এ ব্যাপারে রফিকুল ইসলামের স্ত্রী সুমি ইসলাম বাংলানিউজকে বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতরা গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। প্রথমে আমার বড় ছেলের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদের রুমে এসে নক করে তারা। রাত আড়াইটা থেকে প্রায় ৪টা পর্যন্ত তারা বাড়িতে থেকে লুটপাট করে। প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, আমার বাড়ির পাশেই রফিকুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি ঘটনা জানার পরপরই পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। আমরা এ ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ্-জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। খবর পাওয়ার পর পর কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। বেশ কিছু স্বর্ণালংকার ও একটি প্রাইভেটকার নিয়ে গেছে বলে জানতে পেরেছি। সেগুলো উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।