ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে হত্যা, স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
কাউখালীতে ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাঙামাটি: রাঙামাটির কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং গলাকেটে হত্যার অভিযোগে বিল্লাল হোসেন নামে (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের কাশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফাতেমা আক্তার (২৬) এবং তার মা আয়েশা খাতুন (৬১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লালের সঙ্গে তিন বছর আগে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ফাতেমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বিল্লাল। নির্যাতন সইতে না পেরে ২৯ জুলাই স্বামীকে তালাক দেন ফাতেমা। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিল্লাল। এই সময় ঘরে থাকা শিশু বাইতুল্লাহ কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এসে বিল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।