ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, তাদের প্রতিরোধ করুন: আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, তাদের প্রতিরোধ করুন: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল

ঢাকা: শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র-জনতার বিজয় হয়েছে। এখন প্রয়োজন সবার শান্ত-সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হোন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না।  

ছাত্র-জনতার উদ্দেশে এই অধ্যাপক বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সে ভূমিকা রাখুন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।