ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল র‍্যাব ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
সিদ্ধিরগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল র‍্যাব ১১

নারায়ণগঞ্জ: জেলায় অভিযান চালিয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করছে র‍্যাব-১১।

শনিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

অভিযানে একটি চায়না রাইফেল, একটি সিজেট পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড সিজেট পিস্তলের গুলি, একটি গ্যাস গান, পাঁচটি গ্যাস সেল, ২১ রাউন্ড রাবাব বুলেট, ২১টি লেড বল, একটি এক নলা বন্দুক, একটি রিভলভার, ১০ রাউন্ড গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি হ্যান্ডকাফ, দুইটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ভাঙচুর হয়। এ সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরকারি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।