ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে শহরটির শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। শনিবার রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। রোববার (১১ আগস্ট) সকালে বিদ্যালয়ে শিক্ষকরা এসে দেখতে পান, আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা। এ সময় তারা ভেতরে গিয়ে আরও দেখতে পান, ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে আটটি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে।

অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, বর্তমান পরিস্থিতির কারণে এখনও থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।