ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
সিংড়ায় ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত মাহাবুব আলম বুলবুল

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাবুব আলম বুলবুল (৪৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

রোববার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের রণবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল উপজেলার ক্ষিদ্র বড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক এবং চৌগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে নন্দীগ্রাম ভাইয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন মাহাবুব আলম বুলবুল। পথে রণবাঘা বাসস্ট্যান্ডে এলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয় এবং আহত হন তার স্ত্রী।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।