ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

'গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
'গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ: ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে সারা দেশে ‘গণহত্যার নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করে স্বৈরাচার খ্যাত শেখ হাসিনার বিচার দাবিতে নানা স্লোগান দেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা শত শত ছাত্র-জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সে ও তার দোসরা পাল্টা ক্যু করে অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের ছাত্র-জনতা রাজপথে থাকতে স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র কখনোই সফল হবে না। অবিলম্বে শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।