ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইশা নামে এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মাইশা একই গ্রামের আমিনুর ইসলামের মেয়ে বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে খেলা করছিলেন মাইশা। এরপর সবার অজান্তে কোনো এক ভাবে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান ও নিথর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।