ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশের এএসআই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশের এএসআই নিহত

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবু বকর সিদ্দিক নামে পুলিশের সহকারী-উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মহাসড়কের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।



জানা গেছে, এএসআই আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলা সদরে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি কিংবা চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।