ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মার্কেটে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
গাজীপুরে মার্কেটে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।  

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে সাতটি টেইলার্স দোকান ও তিনটি অন্যান্য দোকান পুড়ে যায়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।