ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগতিতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
রামগতিতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর: দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক পৃথক মামলায় দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ অভিযান চালানো হয়েছে।  

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আতিক, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও ছাত্র সমন্বয়ক উপস্থিত ছিলেন।  

অভিযানের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইউএনও আমজাদ হোসেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।