ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে যাওয়া রেল কর্মকর্তাদের ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
অবৈধ স্থাপনা উচ্ছেদে যাওয়া রেল কর্মকর্তাদের ধাওয়া

ময়মনসিংহ: ময়মনসিংহে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে একদল লোকের ধাওয়া খেয়ে ফিরে গেছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশনের সামনে উচ্ছেদ অভিযান শুরু করলে এ ঘটনা ঘটে।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ এস্কেভেটর (ভেকু) দিয়ে মসজিদের প্রবেশ দ্বারে দোকান ভাঙা শুরু করে। তবে ওই স্থানটি এর আগের উচ্ছেদ অভিযানের সময় ভাঙা ছিল। সেখানে কোনো দখলদারও ছিল না। এ সময় কয়েকজন মুসল্লি মসজিদের ক্ষতি হবে বলে বাধা দেন। তখন বিক্ষুব্ধ হয়ে ওঠে কিছু লোক। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এমতাবস্থায় লোকজন ভেকুর দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে। পরে ঢাকা থেকে আসা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে চলে যান। পরে ভেকু চালককে মারধর করেন বিক্ষুব্ধরা। এ কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায় এবং স্টেশন চত্বর এলাকায় উত্তেজনা চলতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান বলেন, মসজিদের পাশের একটি দেয়াল ভাঙার সময় মসজিদের ক্ষতি হবে বলে স্থানীয়রা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ভেকুর দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এমতাবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করে কর্মকর্তারা চলে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।