ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে। সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন।

 সন্ধ্যায় তারা উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।

নতুন উপদেষ্টাদের নাম পরিচয় প্রকাশ করেনি বঙ্গভবন প্রেস উইং।  

তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন।

নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গদি ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমইউএম/এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।