ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে জেলা-উপজেলায় সভার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে জেলা-উপজেলায় সভার সিদ্ধান্ত

ঢাকা: গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সুবিধাজনক কোনো দিনে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলা প্রশাসকরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাক্রমে নিজ জেলা সদরে বা ক্ষেত্রমতো সিটি করপোরেশন এলাকায় এবং নিজ উপজেলায় স্ব স্ব ব্যবস্থাপনায় উক্ত স্মরণসভা আয়োজন করবেন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।