ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ঢাকার অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে অপহৃত সাত বছরের শিশু উদ্ধার ও অপহরণকারী বিল্লাল মিয়াকে (৩৭) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

সোমবার (১১ নভেম্বর) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বসবাসকারী সাজিয়া আক্তার। তিনি তার পরিবার নিয়ে দীর্ঘদিন কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বসবাস করে আসছেন। সাজিয়ার কন্যা মাদরাসায় প্লে শ্রেণিতে লেখাপড়া করে। ৮ নভেম্বর দুপুর ২টার দিকে সাজিয়ার মেয়েকে তাদের বাড়ির উঠানে খেলা করছিল। ওইদিন শিশুটি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল নামে এক ব্যাক্তি ভিকটিমের মা সাজিয়াকে ফোন করেন। তিনি জানান যে, শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছেন। ভিকটিম তার কাছে আছে। তিনি আরও জানায় ভিকটিমকে জীবিত পেতে হলে মুক্তিপণ এক লাখ টাকা অপহরণকারী বিল্লালকে দিতে হবে। তা নাহলে তার মেয়েকে মেরে ফেলবে। পরে সাজিয়া অপহরণকারীকে বিকাশের মাধ্যমে মোট ১০ হাজার টাকা দেন। টাকা পাওয়ার পরও অপহরণকারী বিল্লাল আরও ৯০ হাজার টাকার জন্য ভিকটিম জান্নাতের মা সাজিয়াকে হুমকি দিতে থাকেন। এরপরে সাজিয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে ১০ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় বিল্লাল মিয়া ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে অপহরণ মামলা দায়ের করেন।

এএসপি তাপস কর্মকার জানান, অপহরণের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ নভেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর সহায়তায় ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার মধ্যম রামপুরস্থ চট্টগ্রাম মহাসড়কের সামনের এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কেরানীগঞ্জ মডেল এলাকায় চাঞ্চল্যকর অপহৃত সাত বছরের শিশু উদ্ধার ও অপহরণকারী বিল্লালকে গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদে বিল্লাল ভিকটিমকে অপহরণের বিষয়টি স্বীকার করেন। তার দেখানো মতে ঘটনাস্থলের একটি বাসা থেকে অক্ষত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা হয়। আসামির নামে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।