ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে প্রতিপক্ষের বোমা হামলায় আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শিবচরে প্রতিপক্ষের বোমা হামলায় আহত ৩

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হাত বোমা হামলার ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন তিনজন।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০)। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এর আগে গত রোববার (১০ নভেম্বর) সকালে সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মতিউর মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার ফের মতিউর মালের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে মতিউর রহমান মালের ওপর হামলা চালায় আনোয়ার মালসহ তার লোকজন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বিকেলে মতিউর মালের কয়েকজন লোক বাজারে এলে আকস্মিক তাদের ওপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সুলায়মান মাল বলেন, আমরা গত রোববার থেকে বাজারে যেতে পারি না তাদের ভয়ে। আজ বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এসময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের ওপর। আমার পায়ে লেগেছে বোমা। আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিবচরে আধিপত্যসহ নানা কারণে একের পর এক সংঘর্ষের ঘটনা লেগে রয়েছে। সোমবার দুপুরে উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুই দফা সংঘর্ষে আহত হয়েছে ১৪ জন।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।