ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে যৌথ বাহিনীর অভিযান, ২৬ মাদককারবারি গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মিরপুরে যৌথ বাহিনীর অভিযান, ২৬ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আইএসপিআর জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব ও পুলিশ সদস্যসহ) পরিচালনা করে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পল্লবী থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।