ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বাস টার্মিনাল অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
নরসিংদীতে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বাস টার্মিনাল অবরোধ

নরসিংদী: বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগ এনে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানগামী একমাত্র পরিবহন ‘মেঘালয় লাক্সারি’ বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করে দেন শিক্ষার্থীরা।  

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্তঃজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখেন।

 

এসময় টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি।  

এর আগে, গতকাল মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে।  

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, এক কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া দুই টাকা ১২ পয়সা। সেই হিসেবে, নরসিংদী থেকে ঢাকার দূরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার  নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকা, এর বিপরীতে এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকায় দৈনিক অন্তত ৫ হাজার মানুষের ভোগান্তি দাবি করে এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা।  

সাঈদ সনো নামে এক শিক্ষার্থী বলেন, সিন্ডিকেট করে যাত্রী প্রতি তারা প্রায় ৪০ টাকার কাছাকাছি বাড়তি ভাড়া নিচ্ছে৷ সাধারণ শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। মালিকপক্ষ আমাদের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছেন। ভাড়া কমানো না হলে অর্থাৎ আলোচনায় কোনো সমাধান না এলে আমরা আরও কঠোর হব।  

নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, একদিকে বাড়তি ভাড়া নিচ্ছে, অপরদিকে কাউন্টার ছাড়াও যাত্রী তুলছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি নিয়মিত। নিত্য দিনের এই ভোগান্তি থেকে যাত্রীরা পরিত্রাণ চায়। ভাড়া কমানোর পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত না করলে সড়কে এই পরিবহনকে চলতে দেওয়া হবে না। এই পরিবহনের পাশাপাশি অন্য কোনো পরিবহনও যদি একই কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলবে শিক্ষার্থীরা।  

এদিকে কাউন্টারে দেখা যায়নি উল্লেখযোগ্য বাস মালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মোবাইল ফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।