ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, নভেম্বর ২৩, ২০২৪
উজিরপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে রুমান হাওলাদার ওরফে রুপম (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  

নিহত রুপম উজিরপুর উপজেলার ধামসর গ্রামের নছিমন চালক মো. মোস্তফা হাওলাদারের ছেলে।

 

নিহত রুপরের স্বজন ও স্থানীয়রা জানান, রুপম শনিবার (২৩ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কর্মস্থল পুরান শিকারপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে রুপমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুপমের মৃত্যু হয়।  

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক ইয়াসিন পালিয়ে যান। এছাড়া নিহত রুপমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিয়মানুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।