ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

হকারদের জন্য রাষ্ট্রীয় নীতিমালা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, মে ২, ২০২৫
হকারদের জন্য রাষ্ট্রীয় নীতিমালা দাবি

ঢাকা: হকারদের জন্য রাষ্ট্রীয় নীতিমালা দাবি করেছে ঢাকা মহানগরী হর্কাস ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী হকার্স ঐক্য পরিষদের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসেন ও অর্থ সম্পাদক মো. আজাহার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের জীবনের বিনিময়ে ১৩৯ বছর আগে অর্জিত এ মহান মে দিবস। কিন্তু আজও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হলো না। পৃথিবীর যত অর্জন সব অর্জনই শ্রমিকের শ্রমিকের জীবনের বিনিময়ে। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ এর গণঅভ্যুত্থান সব বিজয় এসেছে শ্রমিকের জীবনের বিনিময়ে। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ নিউ মার্কেটের একজন হকার। অর্থাৎ ২০২৪ এর গণঅভ্যুত্থানের অর্জন পর্যালোচনা করলে দেখা যায় এখানেও শ্রমিকের অবদান। কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয় না। উল্টো তাদের ওপর দমন-পীড়ন, নির্যাতন চলতে থাকে সেই পুরোনো কায়দায়।

বক্তারা আরও বলেন, হকাররা দীর্ঘদিন ধরে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য লড়াই করছে। কিন্তু বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও হকারদের আইনী স্বীকৃতি দেয়নি। এখন যেহেতু বিভিন্ন আইন সংস্কার চলছে তাই কালক্ষেপণ না করে অবিলম্বে হকারদের জন্য রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন করে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। হকারদের ওপর সব প্রকার চাঁদাবাজি, পুলিশি হয়রানি, দমন-পীড়ন নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তারা স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষমাত্রার উদাহরণ টেনে বলেন জনগণের মানসম্মত কাজের ব্যবস্থা করতে হবে সরকারকে। যার মধ্যদিয়ে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। কিন্তু সরকার শ্রমিকের কাজের ব্যবস্থা না করে স্বনিয়োজিত কর্মক্ষম শ্রমিকেদেরকে উচ্ছেদ, দমন-পীড়ন করছে। যা অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সাংঘর্ষিক।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়।

আরকেআর/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।