ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সিলেট: শুল্ক ফাঁকি দিতে সিলেটে প্রতিদিনই ঢুকছে ভারতীয় পণ্য। চোরাকারবারিরা সব সীমান্ত এলাকা দিয়ে একের পর এক ভারতীয় পণ্য আনলেও বেশ কিছু চালান বিজিবির হাতে আটক হচ্ছে।

তবে চোরাকারবারিরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে অভিযান থেমে নেই বিজিবির। এরই ধারাবাহিকতায় এবার সিলেটে ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে এক কোটি ৬৫ লাখ  টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্র ও শনিবার (২২ ও ২৩ নভেম্বর) দুই দিনে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর,পান্থুমাই, জৈন্তাপুরের শ্রীপুর, মিনাটিলা, কোম্পানীগঞ্জের উৎমা, কালাইরাগ, কালাসাদেক এবং সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির জওয়ানরা এসব অবৈধ চোরাই পণ্য আটক করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫শ টাকা হবে, ধারণা করা হয়।  

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।  

আটক মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ