ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নর্থবেঙ্গল সুগারমিলের বাণিজ্যিক খামারে অনিয়ম, এলাকাবাসীর বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
নর্থবেঙ্গল সুগারমিলের বাণিজ্যিক খামারে অনিয়ম, এলাকাবাসীর বিক্ষোভ  প্রতিবাদ সভা

নাটোর: নাটোরের নর্থবেঙ্গল সুগারমিলের কৃষ্ণা ইক্ষু খামারে নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আখচাষি ও এলাকাবাসী। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে মিল ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন বিক্ষুব্ধরা।  

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পাকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদসহ স্থানীয় আখচাষিরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।

এসময় তারা অভিযোগ করেন, নর্থবেঙ্গল সুগার মিলের আওতাধীন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণা বাণিজ্যিক খামারের নিজস্ব ১ হাজার ২৩৩ একর জমি লিজ দেওয়া এবং খামারে গাছ রোপণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। একইসঙ্গে পতিত সরকারের চিহ্নিত সহযোগীকে খামারে পদায়ন করে কৃষকদের উপহাস করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।