ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৮, ডিসেম্বর ৭, ২০২৪
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী এবং এক পথচারী নিহত হয়েছেন।  

নিহতরা হলেন- পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী (৩৮)।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।  

নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার বাসিন্দা ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ মফিজুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালকও রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম  বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।