ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

কর্মস্থলে যাওয়া হলো না, সড়কে ঝরল রেস্তোরাঁ ম্যানেজারের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, ডিসেম্বর ২০, ২০২৪
কর্মস্থলে যাওয়া হলো না, সড়কে ঝরল রেস্তোরাঁ ম্যানেজারের প্রাণ আব্দুল হালিম: ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম (৪২) নামে এক রেস্তোরাঁ ম্যানেজার নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বীর বাঘবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি আহনাফ ক্যাফের ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল দিয়ে আ. হালিম তার কর্মস্থল বেলাব বাজারের আহনাফ ক্যাফেতে যাচ্ছিল। হালিমের মোটরসাইকেল বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা টমটম ধাক্কা দেয়। এতে হালিম ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ তানজিনা আফরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হালিমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।