ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত, সমাজতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ডিসেম্বর ২৩, ২০২৪
বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত, সমাজতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ মানববন্ধনের একাংশ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত চা শ্রমিক গোপাল বাগতি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ফ্রন্ট।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের চৌমুহনা পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ সদর উপজেলা সংগঠক লিংকন আহমেদ, জুলাই’২৪ আকাঙ্ক্ষা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরী, রাজীব সূত্র প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের ওপর রাজনীতি, অর্থনীতি সামগ্রিক সব জায়গায় দখলদারিত্ব করে রেখেছিল। স্বৈরাচারী সরকার ভারতের একক কর্তৃত্ব নিয়ে এ রাষ্ট্রের দখলদারিত্ব চালিয়েছে। আমাদের দেশের নাগরিক বড়লেখার সীমান্তের চা শ্রমিক গোপাল বাগতিকে গুলি করে হত্যা করেছে।

তারা আরও বলেন, ভারত যদি সীমান্তে হত্যা বন্ধ না করে তাহলে লংমার্চ টু ঢাকা অথবা লংমার্চ টু দিল্লি হতে পারে বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।