ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

হেফাজতে যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
হেফাজতে যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ তৌহিদুল ইসলাম

ঢাকা: কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়।  

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফেসবুকে এ বিবৃতি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, শনিবার কুমিল্লায় আহত অবস্থায় তৌহিদুলকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযোগ উঠেছে, যৌথবাহিনীর পরিচয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে বাড়ি থেকে তাকে আটক করার পর নির্যাতন চালানো হয়। অন্তর্বর্তী সরকার এ মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।  

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এ সরকারের প্রধান লক্ষ্য। যেহেতু সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত।

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যার অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ প্রতিবেদনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালাবে, যাতে পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করা যায়। এ সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।