ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে ডুবে তিন স্কুলছাত্র নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে ডুবে তিন স্কুলছাত্র  নিখোঁজ  নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ স্কুলছাত্ররা হলো- ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও মাসুমপুর মহল্লার অধ্যাপক ইমরুল হাসান সোহেলে ছেলে সারজিল (১৫)। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।  

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে।  

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না।  

তিনি বলেন, ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। খুব শিগগিরই তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করবে।

স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে নদী খনন করে নদীর গভীরতা বেশি হওয়ায় এমন দুর্ঘটনা অহর ঘটছে।  

কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।