ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক পৌর মেয়র মুক্তার ও পৌর আ. লীগ সম্পাদক বাপ্পি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১১, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সাবেক পৌর মেয়র মুক্তার ও পৌর আ. লীগ সম্পাদক বাপ্পি গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত বাপ্পি আড়ানী চকসিঙ্গা গ্রামের বাসিন্দা এবং সাবেক মেয়র মুক্তার আলীর জামাতা।

আর মুক্তার আলী আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।

তাদেরকে এরই মধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যায়।  রোববার গোয়েন্দা শাখা পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানিয়েছেন, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।