ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানে জাপা চেয়ার‍্যাম্যানসহ গ্রেপ্তার ২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানে জাপা চেয়ার‍্যাম্যানসহ গ্রেপ্তার ২৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টসহ বেশ কয়েকটি অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অন্যান্য অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি আলী আজগর ভুঁইয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, আড়াইহাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন, গোপালদী পৌরসভা আওয়ামী লীগের ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, ব্রাম্মন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সোহেল, সদর এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী হাবিবুল্লাহ হাবিব, ফতুল্লার আওয়ামী লীগ কর্মী তানভীর বাবু, বন্দর থানা আওয়ামী লীগ নেতা খোকন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।