ঢাকা: পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা প্রশাসকদের (ডিসি) একাত্ম হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নবম কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডিসিদের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল, পার্বত্য চট্টগ্রামে ডেভেলপমেন্ট প্রসেসে একাত্ম হতে হবে এবং ডেভেলপমেন্ট কীভাবে হওয়া দরকার, সেটি আমাকে যেন ব্যক্তিগতভাবে পরামর্শ দেয়। যাতে, আমি সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।
ডিসিরা কী সুপারিশ করেছে জানতে চাইলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ডিসিদের অনেক সুপারিশ ছিল। কারণ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের এক-দশমাংশ। তাই সবাই চাই আমরা এটাকে ডেভেলপ করি। আমাদের আঞ্চলিক সম্পর্ক আরও উন্নত করি। সেখানে শিক্ষার উন্নতি হোক, জীবন-যাত্রার মানের উন্নতি হোক, পরিবেশের উন্নতি হোক।
দেশ সুন্দর করার জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নতি হতে হবে বলেও জানান সুপ্রদীপ চাকমা।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসসি/এসআইএস