ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটালাইজেশন খাতে শেখ হাসিনার আমলের দুর্নীতি-অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুর্নীতির সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি তৈরিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা থাকবে। দুই মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করবেন।
তিনি বলেন, দুই-একদিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হবে। তারা এই খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এসব অনুসন্ধান করে শ্বেতপত্র দেবেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমইউএম/এসআইএস