ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরায় মিলল চীনা নাগরিকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ফেব্রুয়ারি ২০, ২০২৫
উত্তরায় মিলল চীনা নাগরিকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়াং বু (৩৭) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াং বু। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এ খবর পায় উত্তরা পশ্চিম থানা।

পুলিশ বলছে, সহকর্মীরাই বু’কে হত্যা করেছে। এর পরপরই তারা বিদেশে পালিয়ে গেছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের বাসায় এক মাস আগে ভাড়া নেন। বু’র মরদেহ উদ্ধারের পর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সদস্যদের ঘটনাস্থলে কাজ করছেন। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দুই-তিনজন চীনা নাগরিক বাসাটিতে প্রবেশ করে। এরপর তারা কিছু সময় পর বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।