ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইএমইআই নাম্বার পাল্টিয়ে ব্যবহার, অবশেষে ধরা মোবাইল চোর

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আইএমইআই নাম্বার পাল্টিয়ে ব্যবহার, অবশেষে ধরা মোবাইল চোর

ঢাকা: চুরি করা মোবাইলের আইএমইআই নাম্বার পাল্টে গত এক বছর ধরে ব্যবহার করে আসছিল এক চোর। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।

তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে শফিকুল ইসলাম (২৯) নামে সন্দেহভাজন সেই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা  রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশ। পরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে ওই থানায় এক বছর আগে হওয়া ছিনতাই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

তিনি জানান, গত বছরের ১ মার্চ ঢাকা রেলওয়ে থানায় একটি মোবাইল হারানোর অভিযোগ করেন এক ভুক্তভোগী। সেই অভিযোগের প্রেক্ষিতে গত এক ধরে পুলিশ হারানো ফোনটি উদ্ধারে চেষ্টা চালায়৷ পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শফিকুল ইসলামকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া সেই মোবাইল।

তিনি আরও জানান, গ্রেপ্তার শফিকুল ইসলাম চুরি করা মোবাইলটি গত এক বছর ধরে আইএমইআই টেম্পারিং করে চালিয়ে আসছিল। তাকে ওই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।