ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

রো‌হিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৩২ লাখ ডলার দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
রো‌হিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৩২ লাখ ডলার দেবে জাপান

ঢাকা: কক্সবাজার ও ভাসানচরে জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রম টিকিয়ে রাখার এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাপান ৩ দশমিক ২ মিলিয়ন (৩২ লাখ) মার্কিন ডলারের একটি প্রকল্পে সই করেছে।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়া‌রি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহাম্মদ একটি বিনিময় চুক্তিতে সই করেছেন।

ঢাকার জাপান দূতাবাস জানাচ্ছে, জাপান সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাক্ষরিত নতুন এ সহযোগিতা বাংলাদেশের কক্সবাজারে ১০ লাখেরও বেশি মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হবে। এই প্রকল্পটি রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে ব্যক্তিগত এবং সম্প্রদায় উভয় স্তরেই স্বাস্থ্য ও কল্যাণ প্রচার করবে।

প্রকল্পটি ১২ মাস ধরে বাস্তবায়িত হবে এবং আশা করা হচ্ছে, এটি ১ দশমিক ১ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী এবং কাছাকাছি স্থানীয় সম্প্রদায়কে সেবা দেবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা ফেব্রুয়ারি ২০, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।