ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে আগুনে পুড়েছে ২০ দোকান-২ করাতকল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
খিলগাঁওয়ে আগুনে পুড়েছে ২০ দোকান-২ করাতকল

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে লাগা ভয়াবহ আগুনে ২০টি দোকান ও দুইটি করাতকল (স মিল) পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান ও দুটি স মিল পুড়ে গেছে। দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।  

পরিচালক বলেন, ঘটনাস্থলে আরও চারটি ইউনিট ছিল, সেগুলো ফেরত পাঠানো হয়েছে। আগুনে কেউ নিখোঁজ রয়েছে, এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাইনি।

আগুনের সূত্রপাত কোথায় জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা যাবে না। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে, আবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও হতে পারে। অন্য কোনো কারণও থাকতে পারে। তদন্ত ছাড়া বলা যাবে না।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে দোকানপাটে আগুন লাগে। আগুন নেভাতে একে একে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।