বান্দরবানের লামায় নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ (২২) নামে এক যুবককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত ফয়সাল রাজশাহী জেলার পুঠিয়া এলাকার হাসমত আলীর ছেলে।
জানা যায়, লামার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটছিলেন ফয়সাল। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে লামা ইউএনও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসআরএস