ঢাকা: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— এই চিরস্মরণীয় বাণীর আলোকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভাষা আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ক্লাবের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক মো. তেহসিন উল ফারহান ও সহ ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিমের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
একই দিনে বিকেলে ক্লাব হাউজে ভাষা আন্দোলনের চেতনা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার সংকল্পে এ আয়োজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয়। ক্লাবের সদস্যদের সন্তানরা এ আয়োজনে কবিতা ও ছড়া আবৃত্তি, দেশাত্মবোধক গান, গল্প উপস্থাপন এবং ভাষা দিবসের তাৎপর্য নিয়ে ভাষণ বক্তব্য দেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় সাংস্কৃতিক সম্পাদক মো. তেহসিন উল ফারহান এর পরিকল্পনায় এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক ড. খাদিজা রহমান তানচির উপস্থাপনায়।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে ভবিষ্যতেও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরআইএস