ঢাকা: জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত (এসইএসজি অন মিয়ানমার) জুলি বিশপ রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা এসইএসজি বিশপকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।
উপদেষ্টা হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেন যে এ সংকটের টেকসই সমাধান আনতে ব্যর্থ হলে তা শুধু মিয়ানমার ও বাংলাদেশকে প্রভাবিত করবে না, সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করবে।
এসইএসজি জুলি বিশপ জোর দেন যে তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাস রাখার জন্য কাজ করছেন। তিনি আশা করেন যে, অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত জাতিসংঘ সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টার জন্য যথেষ্ট গতিবেগ তৈরি করবে। তিনি মিয়ানমারে একটি রাজনৈতিক নিষ্পত্তির ওপর জোর দেন, যেন রোহিঙ্গারা নিজ দেশে যেন ফেরত যেতে পারে।
উপদেষ্টা তৌহিদ হোসেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর চাপ বাড়াতে, এই সংঘাতের অবসান ও দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এর জন্য সবার সমর্থন প্রয়োজন। রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু ইস্যুতে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সম্মেলনের দীর্ঘস্থায়ী ফলাফল আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।
এসইএসজি বিশপ দুদিনের কর্মসূচিতে বাংলাদেশ সফরে এসেছেন। তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্প দেখতে কক্সবাজার যাবেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
টিআর/এসআরএস