ঢাকা: ‘সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া’সহ কয়েকটি কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করছিলেন একদল নারী শিক্ষার্থী। তবে তাদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে এক ব্যনারে পদযাত্রা করতে জড়ো হন নারী শিক্ষার্থীরা।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে দুপুর আড়াইটার দিকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর হয়ে বিকেল ৩টার দিকে শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ আটকে দেয়।
ওই নারী শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে ভূমিকা রেখেছেন। অথচ এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্ট্রার পদত্যাগ করা উচিত।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আমরা ধিক্কার জানাই। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আমাদের শত্রু কে, আমরা জানি না।
তিনি বলেন, অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিলেন। তারা তো স্বীকৃতি পেলেনই না, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। ফ্যাসিস্টদের কথা বলে দায়সারা কথা বলবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি বহিস্কৃত শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, বাংলাদেশে সর্বত্র নারীদের অনিরাপদ দেখা যাচ্ছে। অথচ তাদের বিশাল একটি সংখ্যা আন্দোলনে অংশ নিয়েছিল। তারা ছাত্রদের সামনে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে পারছেন না। চারপাশে অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। অতি শিগগিরই ব্যবস্থা নিন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নতুন একজনকে নিয়ে আসুন।
শিক্ষা ভবনের সামনে পুলিশের আটকে দেওয়া পদযাত্রা থেকে এই নারী শিক্ষার্থীরা বলেন, যেই দেশে নারীদের নিরাপত্তা নেই, সেখানে কোনো সংস্কার হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে না দিলে আন্দোলন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এফএইচ/এসসি/আরএইচ