জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে ভূমিকা রেখেছে। অথচ এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা অনুষ্ঠানে আন্দোলনকারীরা এসব কথা বলেন।
‘দেশের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন।
পরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমাদের নিরাপত্তা কেবল ক্যাম্পাসের ভেতরে না। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আমাদের শত্রু কে, আমরা জানি না।
তিনি বলেন, অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিল। তারা তো স্বীকৃতি পেলই না, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। ফ্যাসিস্টদের কথা বলে দায়সারা কথা বলবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি বহিষ্কৃত শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, বাংলাদেশের সর্বত্র নারীদের অনিরাপদ দেখা যাচ্ছে। অথচ তাদের বিশাল একটা সংখ্যা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা ছাত্রদের সামনে ভ্যানগার্ড হয়ে ছিল। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে পারছে না। চারপাশে অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নতুন একজনকে নিয়ে আসুন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এফএইচ/এমএম