ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ত্রিপোলিতে অবস্থানরত বাংলা‌দে‌শিদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, মে ১৫, ২০২৫
ত্রিপোলিতে অবস্থানরত বাংলা‌দে‌শিদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান অস্থিতিশীল ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতার বার্তা দি‌য়ে‌ছে বাংলা‌দেশ। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নম্বরে যোগা‌যো‌গের জন্য বাংলা‌দে‌শি‌দের পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক জরু‌রি বার্তায় ত্রিপোলিতে অবস্থানরত বাংলা‌দে‌শিদের জন‌্য এ নির্দেশনা দি‌য়ে‌ছে দূতাবাস।

জরু‌রি বার্তায় বলা হ‌য়ে‌ছে, লিবিয়ার রাজধানীতে চলমান অস্থিতিশীল ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ত্রিপোলীতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিজ নিজ বাসস্থানে অবস্থান, সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার জন্য পুনরায় আহ্বান জানানো হচ্ছে।

একইভাবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: +218 916 994 207, +218 916 994 202 ও +218 910 013 968।

এ ছাড়া সংঘাতপূর্ণ এলাকায় আটকে পড়লে উদ্ধারের জন্য লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির +218 940 000 375 ও +218 940 000 376 নম্বর অথবা লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের 1412 এবং +218213661412 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ বলা হয়েছে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।