রাজশাহী: ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে 'দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ' বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি।
কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে আগামী শনিবার সকাল থেকে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ, র্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান করবে। এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি। আমরা দেখি এভাবে কোনো উন্নতি হয় কিনা। যদি না হয় তাহলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।
সম্প্রতি দুর্ধর্ষ ছিনতাইগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কী না এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, এটা তদন্তের পরই সঠিকভাবে বোঝা যাবে। গতকাল র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।
আইজিপি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত: যারা সন্ত্রাস করে সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। কিন্তু আসলে এটা একটি জয়েন্ট পার্টি। এ অপারেশন ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি সবাই কিন্তু ধরা পড়ছে।
আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় থাক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে সব ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী বিভাগীয় পর্যায়ে থাকা বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভাগীয় পুলিশ প্রশাসনের অংশ নেন। মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিতের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসএস/জেএইচ