ঢাকা: ২৪ ঘণ্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৫৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫৪৩ জনকে।
এছাড়া অভিযানে বিদেশি পিস্তল একটি, কাঠের বাটযুক্ত পিস্তল একটি, ম্যাগাজিন তিনটি, ৭.৬৫ গুলি ১২ রাউন্ড, মালবাহী ট্রাক একটি এবং ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমএমআই/এমজে