ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পিলারে ধাক্কা খেয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
পিলারে ধাক্কা খেয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

যশোর: যশোরে রাস্তার পাশের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।


আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দিরবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন পাশর্^বর্তী খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন (২৬) এবং যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮)।  


অভয়নগর থানার ওসি আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


এলাকাবাসী জানান, জিহাদ ও আলী মল্লিক সোমবার বিকেলে অভয়নগরের বারান্দি গ্রাম থেকে মোটরসাইকেলে করে ফুলতলার জামিরা বাজারে যাচ্ছিলেন। চালক বারান্দিরবিল নামক স্থানে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি দ্রুতগতিতে যেয়ে ধাক্কা খায় রাস্তার পাশে থাকা পিলারের সাথে।  


এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু, তাদের অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মরিয়াম মুনমুন তাদেরকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।