ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধায় পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
শ্রদ্ধায় পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ

ঢাকা: ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বজন ও রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানেরা।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এ সময় পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী শহীদ অফিসারদের স্মরণ করে তাদের জন্য দোয়া করা হয়।  

২০০৯ সালের এদিনে তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় বর্বরোচিত হত্যাকাণ্ড। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ গুলিতে প্রাণ যায় ৫৭ সেনা কর্মকর্তার। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী চলা এ বিদ্রোহে মোট প্রাণ হারান ৭৪ জন।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।