যশোর: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে যশোর মেডিকেল কলেজ (যমেক) শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এতে প্রায় প্রতিটি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪২ ভোট পেয়ে সভাপতি হয়েছেন ডাক্তার আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন। তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার শরিফুল আলম খান পেয়েছেন ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ডাক্তার এসএম নাজমুল হক ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইদুর রহমান পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন ও আজম সাকলায়েন। তারা উভয়েই ৫৬ করে ভোট পেয়েছেন। এ পদের পরাজিত প্রার্থী ডাক্তার রবিউল ইসলাম ২৮ ও ডাক্তার আনছার আলী ২৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডাক্তার আলাউদ্দীন আল মামুন পেয়েছেন ৪৯ ভোট। এ পদে পরাজিত প্রার্থী ডাক্তার শরীফুজ্জামান রঞ্জু পেয়েছেন ৩৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডাক্তার নার্গিস আক্তার। তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার স ম মঈনুল হক পেয়েছেন ২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে ৪২ ভোট পেয়ে ডাক্তার তারক নাথ জয়ী হয়েছেন। এ পদে ডাক্তার শেখ মোহম্মদ আলী পেয়েছেন ৪০ ভোট। দপ্তর সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন ডাক্তার সাইদুজ্জামান। তার প্রাপ্ত ভোট ৫৫। তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম মাশফিকুর রহমান পেয়েছেন ২৬ ভোট।
বিজ্ঞান ও গবেষণা সম্পাদক পদে ডাক্তার এএস গাজী শরিফ উদ্দীন আহমেদ ৪৬ ভোট জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডাক্তার ইকবাল হোসেন পেয়েছেন ৩৫ ভোট। সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে ডাক্তার জাহাঙ্গীর হোসেন ৪৭ ভোটে জয়ী হয়েছেন। এ পদের পরাজিত প্রার্থী হুমায়রা আশরাফী পেয়েছেন ৩৫ ভোট।
কার্যকরী সদস্য পদে ডাক্তার আনিসুর রহমান ৪৭, ডাক্তার আব্দুর রহিম মোড়ল ৫৪, ডাক্তার আবুল হাসান ৫৫, ডাক্তার ইকবাল হোসেন ৩৭, ডাক্তার এসএম আবু সাঈদ ৫৮, ডাক্তার খাদিজাতুল বুসরা ৪০, ডাক্তার খন্দকার রফিকুজ্জামান ৪৪, ডাক্তার নূরকুতুবুল আলম ৬১, ডাক্তার বাবলু কিশোর ৫৬ ও ডাক্তার সৈয়দা সাবরিনা ইয়াসমিন ৪৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
যশোর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। এরপর গঠিত শিক্ষক সমিতির নেতৃত্ব কখনোই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। পতিত ফ্যাসিস্টরা একতরফাভাবে নিজেদের অনুগতদেরকে কমিটির নেতা মনোনীত করতেন। এবারই শিক্ষকরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ লাভ করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ