ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ দোলা মনি

রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত দোলা বিজলের ঘুন্টি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।  

দোলার পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন আগে বিকেলে বাড়ি থেকে উঠানে বের হয় দোলা মনি। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলার খোঁজ না মিললে গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘ সাত ঘণ্টা সাঁড়াশি অভিযানের মাধ্যমে দোলার মরদেহ উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।