ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রথম তারাবির নামাজে খুলনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মার্চ ১, ২০২৫
প্রথম তারাবির নামাজে খুলনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

খুলনা : পবিত্র মাহে রমজানের প্রথম তারাবিতে খুলনার মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে।   দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও।

শনিবার (১মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ আকাশে উঁকি দেওয়ায় মাগরিবের নামাজ থেকেই অনেক মুসল্লি মসজিদে এসে অবস্থান করেন।

কোনো কোনো মসজিদের বারান্দা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করছেন।

পবিত্র রমজান মাসে খতমে তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই নির্দেশনা অনুযায়ী নগরীর প্রতিটি মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন হাফেজগন।

 

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ , ২০২৫

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।